শোকাহত হৃদয়ে খুঁজিনি অযথা তোমায়
চিরতরে হারিয়েছো জানি !
কিন্তু- অদৃশ্য এক হাত অনুভবে ছুঁয়ে যায় মাথা
আশীর্বাদ সে তা মানি ।
মৃত্যু লোকের ওপারে অলৌকিক প্রেত লোকে
কি , যে তারা করে !
উগ্রতা –স্বার্থপর, লোভী,অশান্ত, অতৃপ্ত
বুকের ব্যথায় কি, পরে ?
অস্পষ্ট ছায়ায় ঘিরে রাখে অশান্ত মায়ায়
ধরা দেবার নেই ইসারা !
অদৃশ্য –আড়ালে ভেতর টা বুঝে নেবে ভেবে
সংকুচিত মন দিশাহারা ।
দর্পণের পরিচিতি হঠাৎ অচেনা লাগলে
আঁতকে ওঠা ও যায় !
শহীদ ওখুন হয় ,আড়ালের পর্দা সরালে
গোপন কথার খোলাসায় ।
শাস্ত্র কোনটা বিধি নিষেধ মানা টা
নরক ভীতি নেই কারুরি –
নিন্দা নেশায় প্রাচীন পন্থায় চলায়
ব্যবিচার যেন জরুরি ।