একরাশ হতাশা নিয়ে,কাটাচ্ছি আমরা
          চাই এক বুন্দ পানি,
গর্জে হুঙ্কার ছারে, আকাশ বাতাস কিন্তু-
          নেই কোনও সুখ বাণী ।
তরঙ্গ উথলে কখন , ভেজাবে  মাটি !
         ফেনার বুদবুদ উঠবে !
নৌকো গড়ে, ভাসাবো জলে যান তবে-  
         ফোয়ারা হাঁসির ফুটবে ।  
চৌচির মাটি, কাটফাটা রোদের তেজে
         ফসল পুড়ে ছারখার ,
হায়! মজুরেরা ,আগুনে সেঁকছে দেহ
          ঝলসাচ্ছে বারংবার ।
গরম শীত বৃষ্টি , লড়ে চলি রেখে দৃষ্টি  
            আমরা সচেতন ,
কিন্তু একি হায় , হ্রদ বদলে ভৌগোলিক
        বিলম্বে জাগাবে চেতন?