সাত মাস যাবৎ কবিতার আসরে কবিদের সংস্পর্শ লাভ করে নিজেকে নতুন ভাবে উপলব্ধি করছি , আমি আপ্লুত ।অনেক কিছু শিখলাম অনুপ্রেরণা পেলাম দিতেও পারলাম ,আমি আনন্দিত ।
প্রথম দিকে অনেক লেখ পড়ে কষ্ট পেয়েছিলাম কিন্তু বলতে পারিনি ,এমন ভাষায় নরীর অবমাননা ! কিম্বা কাউকে নিন্দা করা ।ধরে বেঁধে বুঝতে শিখেছি এও বন্ধ করা যায় ভালোবাসার প্রয়োগে ।আমি খুশি ।
কবিতায় অনেকে গদ্যকারে লেখেন ,বিভিন্ন পদ্ধতিতে কবিতা যে লেখা যায় তা জানলাম এও কবিতা । আমি ভাসলাম ! একে একে লেখার তোড়ে । সময়ের নিষ্ঠুর প্রতারণায় পিছিয়ে আছি । আগের সাহস যেন অবিজ্ঞতা সংগ্রহণে পাই - এই আশীর্বাদ চাই ।