মানুষ ছুটছে ভালতে ও মন্দতে ও, চলা আর হয় না। তাই তো ডাক্তার রা প্রাণয়ামে বায়ু ভড়ে বাঁচতে শেখান ।দৌড়ত্তে র জোরে ,অনেক কীছু পায়, আবার পা ও পীছলায় । অভ্যজনে র অনেক গুণ থাকে ,যেমন তাদের চেনা যায় না ,সভ্য জনের আবার বেজায় কষ্ট ,তিরস্কার মেলে সদা।চেনা অচেনায় দোদুল্য মান , আমরা , কথায় প্রকাশ করি তাই ,
বিতর্ক চাইনা ,অংশ গ্রহণ চাই ,আমাদের মৌলিক ভাবনার বহিঃপ্রকাশ চাই । আমি মানি ভালো সঙ্গ বৃথা যায় না সু ফল এক টা দেয়, সবাই যদি চেস্টা করে ,তবে বই পড়ার অভ্যেস টা মন্দ নয় ।