প্রত্যাবর্তন

মাঝ রাতে মন হঠাৎ চেয়ে বসল দামি কিছু অতীত
মন রাখতে ইচ্ছার বিরুদ্ধে বের হয়ে পরলাম অতীত কিনতে।
আধারে কিছু জাদুকর সবে মাত্র অতীত হাতে বসেছে নিয়ন আলোর আড়ালে।
দেবীরা সিংহাসনে বসে দিচ্ছে তদারকি।
সারি সারি লোকেরা আমার মতন ভীর জমিয়েছে অতীত ঘরে ফিরাবে বলে।
চারদিকে নারকীয় কোলাহল,
জাদুকর দের সাথে পাল্লা দিয়ে চলছে দাম নিয়ে তর্কাতর্কি।

উচ্চস্বরে এক জাদুকর বিকট হাসিতে আমার দিকে এক শিশি এগিয়ে দিয়ে বলল-
“এর আশায় আসা হয়েছে বুঝি ?“
শিশির গায়ের লেবেলে জ্বলজ্বল করছে ‘’প্রত্যাবর্তন ‘’ শব্দটি
আমি অধিক আনন্দে চিৎকার করে বললাম
“ দাও দাও  …দেরি করো না ‘
জাদুকর নিজেকে পৈশাচিক রূপে রাঙ্গিয়ে বলল
‘ বিনিময়ে প্রাণ টুকু দাও‘
আমি মৃদু হেসে বললাম
“এক দেবীর কাছে নিজেকে অনেক আগেই বিক্রি করে দিয়েছিলাম
যেটুকু বাকি আছে নিয়ে নাও।"
জাদুকর এবার একটু মায়ায় পরে বলল
“নিয়ে নাও তোমার ‘প্রত্যাবর্তন ‘, একে রাখলে এমনি আমার বিপদ ‘’
‘কী তার হেতু ? প্রশ্ন করলাম আমি।
জাদুকরের জবাব শুরু হল
“ ‘ প্রত্যাবর্তন ‘ যে ফিরে আসবে বলে শুধু কেরে নিতেই জানে ।
এই সে ছলনাময়ী দেবীর মায়াবী অস্ত্র।
যা গোটা পৃথিবীকে ধ্বংস করতে পারে এক নিমেষে
সে বড় ভয়ঙ্কর,
সে পারে কেড়ে নিতে হাজারও প্রাণ,
জীবন্ত লাশ রূপে যুবক গুলো যেন তারই শিকার “

~ অর্ণব