ভুলে থাকি-
কিন্তু নভেম্বর!ঠিকই আসে,
আসে ঐ কালের নিয়মেই -
আমি!!দুনিয়ার মায়ায় ডুবে থাকা
এক অযোগ্য কবি!
ডুবে যাই,ভেসে যাই বিরহ আঁধারে!
আর,
পূজার প্রসাদ ছিটায় আকাশের পানে।
সপ্ন বিলাসি মন!ভুলে থাকে-
অথচ;
প্রতি দিন,প্রতি ক্ষণ-
দুরত্ব কমছে আমাদের মাঝে!
এভাবেই একদিন-
পৃথিবীর মায়া দূরে ঠেলে,
আমরাও পৌঁছে যাব বাজান!তোমার কাছে।।