এটা সত্য তুমিই
ছিলেনা প্রথম ভাললাগা
কিন্তু!
সত্যটা জানে
সেই দিনের সেই দুপুরের নীরবতা,
তুমিই ছিলে দুয়ারে আমার প্রথম ফুল
যে কিনা!
শস্য ক্ষেত হতে উড়ে আসা বিহঙ্গটাকে
নামিয়ে আনে পাপড়ী মাঝে
শুধুই নিজ সুভাস আর শীতলতা দিয়ে।

সত্যিই তোমার মত করে!
আগে কেও পারেনি
বিহঙ্গ হৃদয়টাকে রাঙ্গাতে
তোমাকে দেখার পরেই ভাল লাগে নিরবতা
ভাবতে ভাল লাগতো একা একা
হ্যা তোমাকে দেখার পরেই
যেতে ইচ্ছে করে লতা পাতাদের মাঝে
ফুল দেখলেই হই পুলকিত
তোমাকে দেখার পরেই প্রথম নির্জনতা খুজে মন
বাসনা বিহঙ্গ মনে!
শুনাবে তোমায় ভাললাগার উপাখ্যান
হায়রে বাস্তবতা!
নিষ্ঠুর পৃথিবী দেয়নি সে নির্জনতা
শুনানো হয়নি তোমায়,
বলতে পারিনি সেই উপাখ্যান।।