তখনো আসেনি আলো
প্রজাপতির পাখায় চেপে
এসেছিল কিন্তু শশী !
মনের অজান্তেই সে দিন
ছুঁয়েছিলাম প্রজাপতিটার ডানা
তারপর! কেটেছে সময় !
কেটেছে বছর মাস
জানতাম না, প্রজাপতিরও আছে
উড়তে জানা সক্ষম দুটি ডানা।
বসন্ত শেষে ...
আসে শীত আসে গ্রীষ্ম বর্ষা,
নামে বৃষ্টি নিয়মিত
ফুটে ফুল বৃন্তে,সুধাকরের নেশা
তাই আজও ঘুড়ি হয়ে হৃদয় ভাসে
সারাটা আকাশ জোড়া
আঁখিতে নেশা দেখবে শুধুই
শশীর লাবন্নতা ।।