যখন পূর্ণ যৌবন বুকে
হাতছানি অনেক শহুরে ফানুসের
চারপাশে প্ররোচনা,স্বার্থপর মানুষের
কিন্তু অফুরন্ত এক শক্তি প্রাণে
এ তনয় করেছিনু পণ তোমার শানে।
পথচ্যুত হবনা আমি,
শত পাথরও যদি বিঁধে বুকে।

ক্ষেত্র ছিল,স্বার্থপর সমাজ তা তৈরিও করতো
উদ্দেশ কুলশিত,কলঙ্কিত করার কিন্তু...
হইনিকো দিশেহারা,হইনিকো পথহারা
চলেছি একাই সে পঙ্কিল পথ
সেই পণ আর শক্তিকেই পাথেয় করে।

বন্ধু…
তোমার দোয়া আর ভরসাকে আশ্রয় করে
তোমার তোমাদের সম্মানের কথা স্মরণ করে
আল্লাহর অদৃশ্য রহমতের হাতে হাত রেখে
চলেছি একাই,থেকেছি শান্ত,সেই অশান্ত পারাবারে।

মনে সাধ যেন থাকতে পারি সেই পথেই
যতক্ষণ এ দেহে বায়ু বহে,
যতদিন না মৃত্যু আসে।

বাসনা একটাই বাজান এ বুকে
দোয়া কর ঐ অন্তরীক্ষে বসে
কুণ্ঠিত যেন না হই,
অবজ্ঞা যেন না করি
ছিঁড়ে যেন না ফেলি
তোমার দেওয়া দায়িত্বের রশি।

হে বাজান এ চিত্তের দীপ্তি
জীবন মৃত্যুর অমুঘ নিয়মে
মনে বিশ্বাস,
হবে দেখা শেষ বিচারের মাঠে
মনে সাধ,
যেন পাই ঠাই,তোমারি কুলে
রাসুলের সাফায়াতে
আল্লাহর আরশের ছায়াতলে।।