হ্যাঁ!
ভালো লাগতো অনুরাগীও ছিলাম
যা;আজও আছে,থাকবে চিরকাল।
এখনও নিশি হয় উঠে পূর্ণিমা চাঁদ
জ্যোৎস্নায় ভাসে আকাশ!
তারাদের মাঝে সারা রাত চলে কথা।
সৃতিরা জেগে উঠে,শুরু করে বিরহের গান।
পাহাড়ের কাছে তুলে- অভিযোগ
থেমে যায় ঝর্ণার গান।
নিষ্ঠুর এ শহর-
প্রতিনিয়ত খুন হয় হাজারো গল্প!
প্রিয়জন চলে যায় অন্য কুলায়।
ঠিকানা হারায় উপাখ্যান-
অভিমানী চাঁদ-
গোপনে ঝরায় অশ্রু,চিরকাল ।।