হে বিপদে সাহস যোগানো বন্ধু
যদি তোমাকে ভাললাগা হয় পাপ
আমি জানি-
আমার সেই পাপ বেড়ে বেড়ে
আজ ঐ আকাশ ছুঁয়েছে।
হে সমব্যথিনী,সহমর্মিত বন্ধু
তোমাকে রেখেছি-
মনের গভীরতম কোনে,
যদি হয় তা অসামাঝিক
তবু সেটা রাখবো আমৃত্যু
আর তার জন্য আমি
হতেও রাজি আরও বেশি অসামাঝিক।
হে চঞ্চলা চপলা বন্ধু
কেন এসেছিলে সেদিন?
ঐ বাদলা ঝড়ো দিনে।
কেন দিয়েছিলে শীতল সমীর?
আমার হৃদয় মাঝে
যে হৃদয় ছিল তপ্ত স্বার্থপরতার আগুনে।
কেনইবা রেখেছিলে ?
সেই ব্যথিত দুটো আঁখি,মোর লোচনে।
হে বন্ধু,নির্ভীক দিনমনি
কেনইবা দিয়েছিলে ভরসা?
না হয় ভেসেই যেতাম দূর সমুদ্রে!
কি এমন হতো?
গ্রাস করত না হয় সেই নুনা জলে!
হে শীতল,সমীর বন্ধু-
যদি না আসতে সে দিন
না হতে সমব্যথিনী
তবে দেখতেও পেতাম না
তটিনীর অপরুপ জল!
ঊর্ধ্বগামী হয় না কলুষ!
হে বন্ধু চিত্তের দীপ্ত,
না হোক স্বীকৃত
তবুও রাখবো মনে আমৃত্যু !!