সুন্দর এই পৃথিবী-
একদিন ধ্বংস হয়ে যাবে!
মানুষ-ও ক্ষয় হয়
কিন্তু রেখে যায় -
নিদারুণ কিছু সমীকরণ।
ভালো লাগে নীল আকাশ
ভালো লাগে বাকাঁ চাঁদ।
চেনা পথ আজ বড়-ই অচেনা।
পৃথিবী ক্ষণে ক্ষণে রঙ বদলায়
আর সৃষ্টি করে মাত্রা হীন বিচ্ছেদের পালা।
ভালো লাগে পূর্ণিমা,রজনী,নক্ষত্র ইন্দু বালা
কত বসন্ত গেল এলো আর এখন তো গোধুলি বেলা
কিন্তু;এই জীবনে পৃথিবীর কাছে কিছুই চাইতে পারিনি!