চিরসুন্দর ঐ দুটি চোখ,তাইতো চেয়ে থাকি।
মনেতে আনন্দের খেলা!চোখেতে চোখ রাখি,

দেখিনি,উচ্ছৃঙ্খলতা।
দেখেছি শুধু,ঐ ঠোঁট ময় শীতল হৃদয় হাসি।

কথা হয়নি চাঁদের সনে,
ভালো লাগে,ভালবাসি।

হাটাৎ-ই,শহরান্তরিত চাঁদ;ভাগ্যহীন আমি!

বিষন্নতায় বিরহী মন;খুঁজে নেয় কবিতার খাতা।
আঁখি বারি নাহি রহে আঁখিতে-
জমতে থাকে সৃতির আকাশে,
বাষ্পীভূত আস্রুকণা,

ঝড়ে পরে মেঘ,
রচিত হয়-
একের পর এক; বিবর্ণ জীবন কথা!!