মসজিদ গুলো অলংকৃত হবে,
কমবে ঈমানী শক্তি,
তাই মোল্লা ব্যাতিত মুসল্লিরা আজ,
মূর্খেরে করে ভক্তি।
মূর্খ রয়েছে প্রধান হয়ে
আমার ভজনালয়ে,
দীন-দুনিয়ার মান সম্মান
এই গেল বুঝি ক্ষয়ে।
ভন্ড গায় ধর্মের গান,
মিম্বরে দাঁড়িয়ে,
তবে কি সত্যিই -
নৈতিকতা গেল হারিয়ে!
সভাপতি সাহেব বেজায় সাহসী
কথায় অনেক ধার।
মোল্লা গাহিছে হাদিসের বাণী
ধরছে ভুল বার বার।
আজি মসজিদ কিংবা মন্দির বলো,
নাই ধর্মের কথন-
প্রতিযোগিতায় সাজাবো ভজনালয়,
শুধুই কালেকশান।
মুসল্লিরা আজ ভুলে গেছে
মসজিদের আদব,
মূর্খতার স্বরে হাঁক ছেড়ে বলে,
চুপ থাক বেয়াদব!