একটি গোধূলী লগ্ন,
শুধু দু’জন দু’জনায় মগ্ন ।
চলেছি ধাতব সমান্তরাল পথে,
হাত রেখে প্রিয়তমা তোমার হাতে ।
আমি উল্লাসে উপভোগ করেছি-
নব বসন্তে ফুটন্ত ফুল আর কচি পাতা
আর তুমি খুলে বসলে জীবনের হিসেবের খাতা
অনুশোচনার অনলে পুড়ে মরতে চাইলে ঠুকে মাথা।
শান্তনার বানীতে বলতে চাইলেম; এসব অযথা,
তার চেয়ে চলো আওরাতে থাকি ভালোবাসার কাব্য কথা।
সম্মতির আলোকচ্ছটা ছিল তোমার প্রসারিত অধরে,
গ্রহণ করেছিলে আমার সকল নিবেদন সম্ভাষণ সাদরে !