নরমাংসের স্বাদ একদিন নেতিয়ে যাবে বেশ
উষ্ণ মাংসপিন্ড দ্বয় ছেনে ছেনে সুখানুভূতি পাবার দিন হবে শেষ
প্রয়োজন হবে না নিম্নাংগের শিহরিত সুরড়সুড়ি
শুভ্রতার সাজে সাজবে কেশ একদিন শির ভর্তি ।
সেখানে প্রণয় খেলা করে না নিভৃতে
কি অদ্ভুত! সবকিছু পানসে হয়ে যায় অস্বচ্ছন্দ্যে
জীবনের চরম পর্যায়ে সবকিছুর ঊর্ধ্বে
আপন হয় সতেজ অক্সিজেন , ইনহেলার আর প্যারাসিটামল
ক্ষয়ে জীবনের সমস্ত শক্তি বল ।
একি এখন জীবন শেষ হতে চায় নেরে ধর্মের কল
হবে কি লাভ নিয়ে অস্তমিত সূর্যের তাপ ?
মোচন কি হবে যা করেছি জীবনে পাপ ?
আহা কি হা হুতাশ, পরিতাপ -
আল্লাহ, খোদা, ভগবান করহে মাপ, মোরে করহে মাপ ।