আমার পরিশ্রমের প্রতিটি নোনতা ফোঁটায়
যদি উপভোগ করো সুমুদ্র বিলাস সুখের আলোকচ্ছটায় ,
যদি তোমার কাছে অবহেলিত হই আমার জীবন নদীর করুন ভাটায়
তখনও কি অটল থাকবে তোমার মিছে অহংকার আর দাম্ভিকতায় ?

অনুর্বর সংসারে যখন ক্লান্ত কৃষকের ফসল ফলানোর হাসি
ভেঙ্গে দিলে তখন খুব যতনে তরতাজা প্রেমের বাঁশি ।
এমন করে কি গো প্রিয়া হবে জীবন পার
সংসার থেকেও বেছে নিতে হয় জীবনের নিষিদ্ধ আহার ?

বেসুরে জীবন ছন্দপতন ,
যাপিত হচ্ছে শামুকের জীবন ।
যাচ্ছে জীবন যে যার মতন ,
শুধু অবহেলা আর অযতন ।

দংশিত হও বিবেকের দংশনে ,
থেকোনা আর মিছে আধুনিকায়নে ।
সুন্দর হোক জীবন দাম্পত্য জীবনে ,
আদর্শ হও নারী অঙ্গনে ।






#আমাদের সমাজে এমন কিছু সম্পর্ক আছে যা কখনই মধুর হয় না। তবুও সামাজিকতার কারণে সম্পর্কের ঘানি টানতে হয় আমৃত্যু। যা খুবই দুঃখজনক বটে। আমি আশাপোষণ করি সকল দাম্পত্য জীবন সুখের হোক । সুস্থভাবে বেড়ে উঠুক আগামীর ভবিষ্যৎ।