তবুও আমার আত্মা রয়ে যায় অতৃপ্ত-
পৃথিবীর জমজমাট আয়োজন ছেড়ে,
নিজেকে গোপন করে শুনতে চাই
পাহাড় থেকে খসে পড়া এক ফোঁটা জলের শব্দ!
যন্ত্রের বিরক্তিকর শব্দের বিপরীতে
পাখির কিচিরমিচির শব্দে নিজেকে বিলীন করে
তৃপ্ত করতে চাই আমার শুকিয়ে যাওয়া আত্মা।
অথচ দেখ -
বাস্তবতার কষাঘাতে দুমড়ে মুচড়ে
নিজস্বতাকে নিস্ক্রিয় করে চলতে হয়
অর্থহীন জীবনের বাঁকে বাঁকে।