আশ্বিনের ক্ষিপ্ত কুকুরের ভয়াবহতায় ভরে গেছে
এই বাংলার আনাচে-কানাচে।
বাইরে বের হলেই বিষাক্ত কামড়ে
কলঙ্ক লেপ্টে যাবে সমস্ত টিভির পর্দায়,
খবরের কাগজের প্রতিটি পাতায় পাতায়!
আইন প্রণেতাদের চোখে এখন ছানি পড়েছে।
পান্ডুলিপি সব ধুলি ঝড়ে এলোমেলো
অপশক্তির গাঢ় প্রলেপে অস্পষ্ট সব-
আইনের ধারা উপধারা!
মোটা কাচের লেন্সের মধ্যদিয়েও তা স্পষ্ট নয়।
এ দিকে ঢাকার অলিতে-গলিতে,
উত্তাল উৎসুক জনতার ঢ্ল।
ধর্ষকের ফাঁসি চাই ধ্বনিতে-
আকাশ-বাতাস বিদীর্ণ করছে।
জৈনিক কিশোরী তার সম্ভ্রম হারিয়ে
আমরন অনশণরত ঢাকার রাজপথে।
অতঃপর অন্ধকার নেমে এসে
শহরের সকল ব্যস্ততাকে গ্রাস করে।
ভ্রাম্যমাণ রমণীর কাঁচা গন্ধে-
দাম্পত্যকে বলি দেয় কিছু পুরুষ!
রাতের গভীরতার সাথে সাথে
ক্রমশ ভারী হয়ে আসে রমণীর উরু।