নারী আমার;আন্ধার ঘরের মিষ্টি দুষ্টু বঁধু
নারী আমার;তৃষিত হৃদয়ে একটু সুখের মধু।
নারী আমার; বুকের পাজর মমতাময়ী মা,
নারী আমার; ভূতভবিষ্যৎ আমার আত্মজা।

নারী আমার; চৈত্র দাহে একটু শীতল হাওয়া,
নারী আমার;এই ধরনীতে শত কামনায় চাওয়া।
নারী আমার; সংসারতে সহে যাতনা,
নারী আমার; অবিচার আর তুমি মেন না।

নারী আমার; কখনও তুমি তুখোর প্রতিবাদী,
নারী আমার ; অসভ্যতার টুটি চেপে মারো কষে লাথি!




# রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
২৮/০৩/২০২১ ইংরেজি