রমজান নিয়ে এলো নাজাতের সওগাত,
আরাধনায় কেটে যাবে মুসলিমের প্রভাত।
শয়তান রবে দূরে শিকলে বন্দী-
মানুষে মানুষে করে যত সব ফন্দী।
বাজারেতে মালামাল দামে সব চড়া-
লোকাল গভমেন্ট শাসন করবে করা।
দু'একটা অসাধু পাছে পড়ে ধরা-
কাগজের শিরনামে যাবে লাইন পড়া।
রহমতের ঝড়ো হাওয়া বয়ে যাক চারিদিক,
নিভে যাক যতোসব গুনাহের প্রদীপ।
আযানের সাথে সাথে ইফতারের শোরগোল,
মুসলিম দোয়া করে ভাগ্যের দোর খোল।