প্রিয়তমা, তোমার কাঁচা মুখে
আধুনিকতার পুরু আস্তরণ মেখে
বলতে হবে না; তোমাকে আমি আমার প্রানের চেয়ে বেশি ভালোবাসি।
কৃত্রিম সুভাষে সুভাসিত হয়ে
তোমার শরিরের কাচা গন্ধকে প্রাতারিত করে-
বলতে হবে না;প্রিয় আমার সমস্তই তোমার জন্য।

তুমি বরং তোমার স্বরুপে আবির্ভূত হও।
তোমার রুপকে অলনংকৃত করার জন্য,
খোপায় গুজে নিও রক্তবর্ণ গোলাপ।

প্রিয়তমা আমি অবশ্য তোমাকে- হাসনাহেনা কিংবা রজনী গন্ধার সাথে
তুলনা করার সাহস না করলেও
তাদের মধ্যে তোমার অনেকটা মিল খুঁজে পাই।

হাসনাহেনা যেমন আঁধারের ঘনত্ব বারার সাথে সাথে
তার সমস্ত সুভাষ ছরিয়ে মাতাল হয় কামনার রসদে।
আবার দিনের আলোর তীব্রতার সাথে
শুধুমাত্র প্রসস্ফুটিত সুন্দর্য,
অতঃপর লজ্জায় ঝড়ে পড়ে।
বোধকরি তুমিও তার ব্যাতিক্রম নও!

প্রেয়সী আমার, তুমি বন্ধন হারা চুলে,
নিশীথে দখিনের বাতায়ন খুলে-
মিষ্টি গন্ধযুক্ত কড়ই ফুলে;
বাহু বন্ধনে আবদ্ধ করে নিও আমায় ।

সমস্ত কৃত্রিমতাকে পদাঘাত করে;
আমার সকল কামনার সম্মতি দিও-
তোমার নগ্ন প্রসারিত অধরে।।









#নারায়ণগঞ্জ,ঢাকা
০৭/০৩/২০২১ ইংরেজি