জাতিতে আমরা সবাই মানুষ,
আছে আমাদের মান ও হুশ ।
কাঁটা তার আর কংক্রিটের দেয়ালে
মানবতার সাথে লজ্জাও মরছে হেয়ালে ।

আজ ক্ষুদ্র বিভক্তিতে জবেহ হচ্ছে মনুষত্ত্ব ,
মানুষ হয়েছে হিংস্র মাংসাসী; ফুঁসে উঠেছে পশুত্ত্ব ।
দেশে দেশে শুধু রেশারেশি বদ্ধ -
হেরেছে সকল আছে যতো বন্ধুত্ত্ব ।

নম নম শুধু সে দেশের তরে
যাদের জিম্মায় আমারই ভাই মরে ।
হাতিয়ে নিচ্ছে খনিজ-প্রানীজ সুদ্ধ,
দেখিয়ে ক্ষেপনাস্র রণসজ্জা আর যুদ্ধ ।

আর নয় সীমান্ত হত্যা ; নয় কোন হিংসা
জাতি ধর্মে ভেদাভেদ ভুলে করি মিমাংসা ।
আর নয় প্রাণনাশের মহরা ; নয় কোন যুদ্ধ ,
মানুষ রূপে সেজে না হয়, মানুষেতেই হই মুগ্ধ ।

নিয়ে বেদনা ব্যথিত মন
আশাতীত প্রতিটি ক্ষণ ।
মিলেমিশে বাঁচি চলো দ্বন্দ সংঘাত হেরি
পৃথিবীকে বানিয়ে ফেলি এক স্বর্গপুরী ।





#আর নয় সীমান্ত হত্যা, আর নয় হিংসা ।