আমার মুমূর্ষু ইচ্ছেগুলোর মধ্যে কিছু ইচ্ছে আরোগ্য লাভ করে সহসা।
অস্বস্তির বলয় ভেদ করে স্বস্তির আলোয় কেটে যায় জীবনের ঘোর অমানিশা।
আমি আশান্বিত হয়ে ফিরে যাই জীবনের বাঁকে পুনরায়
তবুও প্রাপ্তির হিসেবে স্বপ্নেরা রয়ে যায় অধরাই।
এভাবেই বসন্তের পালাক্রমে নুয়ে পড়ে আমার শুকিয়ে যাওয়া আত্মা।
কাকের পালকে আবৃত কোকিলের শহরে আমার স্বপ্নের উৎস পায়না পাত্তা
নির্মমতার করাল গ্রাসে হারিয়ে ফেলি নিজেই নিজের সত্ত্বা,
বিষম অভিমানে আমার ইচ্ছেরা, বিষ পানে করে আত্মহত্যা।
#বরপা,রূপগঞ্, নারায়ণগঞ্জ
রাত- ০৯ঃ০২ ঘটিকা, ২০২০ ইংরেজি