ও গো বিশ্বজগতের মালিক,
আমার তৃষিত হৃদয়ের খালিক।
আশ্রয় চাই তোমার কাছে,
যেন হিংসুক লাগেনা পাছে।
দু'হাত তুলে দোয়া মাঙ্গি,
দুষ্টু হুতুমের কৌশল ভাঙ্গি।
সোজা পথে চলতে চাই,
আল্লাহ তোমার কৃপা পাই।
শয়তানি শক্তি অমানুষে মিশে,
সরল যে মানুষ মরছে শেষে।
নিন্দুকেরা নিন্দা ছড়াক ঘুরে,
বলি আল্লাহ হেদায়েত কর উহারে।
### আমাদের সমাজে এমন কিছু দুষ্ট লোকের বসবাস আছে যারা কিনা অন্যের ভালো সহ্য করতে পারে না। প্রায়শই তারা সরল মানুষকে ঠকায় এমনকি অন্যের কাছে সরল-সোজা মানুষকে খারাপভাবে উপস্থাপন করতে কুন্ঠা বোধ করে না। এরা বিষাক্ত সাপের চেয়ে বিষধর। সৃষ্টিকর্তা সকল সহজ-সরল মানুষকে তার আশ্রয় দান করুন।
#রূপগঞ্জ,নারায়ণগঞ্জ,ঢাকা
তারিখ- ১৭/০৯/২০২০ ইংরেজি