আমি বৃক্ষ প্রেমী মানুষ
সুখের খোঁজে গন্ধবাহ তে
উড়াই না রঙ্গিন ফানুষ
ইচ্ছে জাগে বৃক্ষমাঝে রইবো বাচিতে ।
সখের বশে বাতায়ন ঘেশে
রোপেছি হাসনাহেনা
সন্ধ্যে হলে গন্ধ তার কালো আধারে মেশে
পয়সা-কড়িতে সে সুখ কিন্তু যায়না আবার কেনা ।
আরো রোপেছি দক্ষিণ আঙ্গিনায়
ভালোবাসার গন্ধরাজ
বাবা স্নেহে ডেকে বলে, এসব আমার ব্যাটারেই মানায়
আমার স্মরণে মায়ের মাথায় পড়ে আবার বাজ ।
দূর আলাপনে মা কেদে বলে, বাবা তুই আসবি নাকি আজ?
ভীষণ ভাবে পড়ে যে মনে হলে সন্ধে-সাঁঝ
চাপা কান্নায় সহাস্যে বলি, মা গো পড়ে গেছে অনেক কাজ ।
ইচ্ছে হলে দেখবে মা’ তুমি আমার কারু-কাজ ।
আরো রোপেছি পেয়ারা-লেবু
আম্র বৃক্ষ ও আছে
মধুমাস এলেই মা আমায় ভেবে হয়ে পড়ে কাবু
পাক লাগলে আম-কাঠালে, মা খাবে না পাছে ।