বিবেকের দংশনে দংশিত নয় কেউ,
অন্যায় দেখে আজ ওঠেনা তাই প্রাণে ঢেউ।
হরিলুট করে তারা পায়ে দিয়ে ঘোরে বুট,
নীল টাই ঝোলে গলায় পরনে কালো স্যুট।

সাধারণ জনগণ মরে গলে পঁচে যাক,
লোভাতুর চঞ্চুতে ওরা মিলে শব খাক!
দেশে আজ শুরু হলো পন্যের আকাল,
তবু ওদের ঘরে দেখ গড়েছে টাকশাল!

অন্যায় মেনে সবে মুখে দিলো তালা আজি,
জীবিকার হাক-ডাকে রেখে যাই জীবন বাজি!
যবে দেখি শাসনে হযরতে ওমর,
খুলে যায় যতসব হ্যাচ-প্যাচ গোমর।


চুরি করে রাতে-দিনে ধর্মের খোলসে,
গুণিজন বলি তারে নেতাজি হলো সে।
মাওলানা ভুলে গেছেন আজ তাঁর কার্য,
ঠিক করে টাকা ওয়ালা কাজ তাঁদের ধার্য্য


শিশু-কিশোর ভুলে গেছে নৈতিক শিক্ষা,
বাবা-মা তাদের কাছে করে কৃপা ভিক্ষা।
বিকশিত মেধা ছাড়াই করে তারা চাকরি,
সমাজের মুরুব্বিদের ভাবে ওরা বকরি।



#আজ আমরা এতটাই অন্ধ হয়ে গেছি যে, চোখের সামনে অন্যায় হলেও তা দেখেও না দেখার ভান করি। আবার সমাজে কিছু ছেলে-মেয়ে বড়ো হয়ে উঠছে নৈতিক শিক্ষা ছাড়াই। এতে করে বাবা-মা থেকে শুরু করে মুরুব্বিদেরও তারা অসম্মান করে অবলীলায়। আমি আমার সকল ইচ্ছে শক্তি দিয়ে প্রার্থনা করি যেন মানুষ তাদের আপন বিবেকের দংশনে দংশিত হয় বারংবার।