কবিদের ভাবনায় যারা বাঁধা প্রদানের অপচেষ্টা করে
তারা কৃপণ, সংকীর্ণ তাদের মন
তাদের সুখ অপসংষ্কৃতির অস্তাকুড়ে
তারা অসুর, তারা হৃদয় হীন।

কবিদের ভাবনার মান যেখানে উৎকৃষ্ট
সেখানে তারা ভাবতেই পারেন-
ভাবতেই পারেন তাদের ভাবনার শেষ সীমান্ত অতিক্রম করে
অভেদ্য ভাবনাগুলোর বুক ফুঁড়ে
তা বোঝার হয়নি ওদের মস্তিষ্ক!
ওরা উন্মাদ ওরা অসুস্থ।  
  
কবিরা শব্দ চয়নের নেশায় মত্ত হবে মনের হরষে
সে শব্দগুলো ওরা ভেবে নিবে অদৃশ্য শত্রুর ন্যায়-
কিংবা এ.কে- ৪৭, পাতানো মাইন অথবা বিষে
রণসজ্জায় সেজে ওরা করে সমস্ত বুদ্ধি ব্যয়।
ওরা হায়েনা, ওরা নেকড়ে
ওরা গলিত শবের মাংস খায় কুরে
ওদের ছল; ভনিতা সব মানবতার রঙে রঙ্গিন রে
তোরা কেউ অন্তর চক্ষু খুলে দেখরে---