আমার আর উহাদের মধ্যে অনেক ফারাক,
এই যেমন উহারা যান্ত্রিক জীবনে অভ্যস্ত
আধুনিক দাস প্রথার দাসত্ব গ্রহণ করতে স্ব-স্ব ব্যস্ত,
পক্ষান্তরে আমি মেষ চড়া মাঠের মুক্ত বাতাসে সন্তুষ্ট।
সবুজ ধান ক্ষেত,দূর দিগন্তে মিশে যাওয়া আকাশ
পশ্চিমে অস্তমিত রক্তবর্ণ সূর্য আর দক্ষিণা বাতাস,
গোধুলী লগ্নে ছুটে চলা মেষের পাল
অথবা পদ্ম গালিচায় মোড়ানো খাল।
অন্যদিকে উহারা, যন্ত্রের হিমেল হাওয়া
মস্তক হীন কথিত বসের মিথ্যে শান্তনা পাওয়া
প্রশ্নবিদ্ধ উপার্জনে উদরপূর্তি করা
কৃত্রিমতা মুখোশ পরে নিজেকে জাহির করা --
এ সবের মধ্যে খুঁজে পায় জীবনের স্বাদ!
অথচ দেখ,আমি নাদান গোবেচারা
ইচ্ছে হলেই ছুটে চলি ছন্নছাড়া
প্রাণের তেষ্টায় বিচরণ আমার দিগন্ত জোরা।
এই দেখ, উহারা বস্তুতেই সীমাবদ্ধ
শোষণ, উৎপীড়ন কিংবা নিপীড়নে অভ্যস্ত
#অসমাপ্ত.......