আপনি যে কাপড়টি জড়িয়ে নিজেকে দাম্ভিকতার সাথে,
করছেন দাবী সভ্য; আর ছুটে চলেছেন আধুনিকতার পথে।
তা আমার সকল সাধনা, শ্রম ও নৈপুন্যে গড়া হাতে-
প্রতিটি বুননে মিশে আছে আমার সকল সুখ-দুঃখ তাতে।
আমরা যেমন সক্রিয় থাকি মহাজনের দুর্দিনে
তেমনি করে তারা যেন থাকে আমাদের অভাব-অনটনে।
যেমন করে সক্রিয় রেখেছি দেশের অর্থনীতি
না হয় একটু ভাবুক তারা আমাদের জীবনের গতি।
কাজের চাপে কাঁচা বয়সে গেলেম বুড়িয়ে,
নব যৌবন বিনে হিসেবে দিলেম উড়িয়ে।
দিন শেষে আবার নির্ঘুম চোখ ক্লান্ত দেহ পাই যে কুড়িয়ে,
হিসেব নিকেশ মিলিয়ে দেখি; এ জীবন গেল যে ফুরিয়ে !
# দেশের সমস্ত তৈরী পোষাক শিল্প কারখানার শ্রমিকদের উদ্দেশ্যে আমার এই কবিতা উৎসর্গ করলাম।