তুলিতে না চাই, ভূলিতে না পারি;
তবুও পরের তরে গায় গান!

অপলক দেখিতে আসিবে সবি-
অপর জোয়ারের কান্ডারী,রাহাবার;-
দেখিলোনা নিজে,
পৃথিবী কেমনি সাজে!

করিলো মন উজাড়, বার বার-
অন্যের তরে অসীম দুর্নিবার।

দেখিবে বসুধা আপন হস্ত মান,
থাকবো আমি,থাকবো সারা-
আমিই অনির্বাণ!

আঁষাঢ়ে বাঁধে শ্রাবণ-
বরষায় আনে বান;
অগ্নি-বীণা বাণী আমার,
আমিই বর্তমান।