ইচ্ছে করে-
মেঘ হয়ে ভেসে যাই
নীল আকাশ ছুঁয়ে ছুঁয়ে
অথবা
মানুষের পৃথিবীর খুব কাছ দিয়ে।
যেন মানুষেরা
ইচ্ছে হলে
ছুঁয়ে দেখতে পারে।
অথবা
মুঠি ভরে
প্রেয়সীর কোমল গালে ছোঁয়াতে পারে
(যখন তাদের প্রথম প্রণয় বেলা)
যখন মনে হয়
আমি না মানব!
আমি কেন মেঘ হবো!
মেঘেরাই তো আমার জন্যে।
তখন খুব করে
মেঘ ছুঁতে ইচ্ছে করে।
যখন মনে হয়
ও শূন্য পাড়ি দিয়ে
মেঘ ছুঁয়ে দেখবো কেমন করে!
তখন বড্ড
পাখি হতে ইচ্ছে করে।
যখন মনে হয়
আমি না মানব!
আমি, পাখি হবো কেমন করে!
তখন দৌঁড়ে যাই পাহাড় তলে
যে পাহাড়ের চূড়া
মেঘ ছুঁয়ে দাঁড়িয়ে আছে।
আমি মেঘ ছুঁতে
নিজেকে তৈরি করি পাহাড় জয়ে।
২৩। ০৬। ২০১৭