এই  বর্ষাবেলায় বিকেল করে  
তোমার  খোঁপায়
গুঁজে দিতে ইচ্ছে করে
একটা  কাঠালীচাঁপা ফুল।

যদিও  জারুল ফুটেছে
বাগানবিলাসী
কৃষ্ণচূড়া ঝরে  পড়ছে
বৃষ্টি ধুয়ে- পিচঢালা পথে  রাশিরাশি।

ইচ্ছে করলেই
দিতে  পারতাম
একটা  লাল টকটকে কৃষ্ণচূড়া
কিংবা বেগুনী রঙের জারুল ফুল।

ওরা  বৃষ্টি  ভিজে  
নেতিয়ে যায়- তাই  ভেজা  চুলে  
না  মানায়
কাঠালীচাঁপা ঠিক তেমন  নয়।

ও কাঠালীচাঁপা বৃষ্টি ভিজেও
চুলের  ভাঁজে
বেশ  মানায়।

হঠাৎ দেওয়ায় যদি  ভেজে
তোমার  চুল।

তাইতো,

এই  বর্ষাবেলায় বিকেল করে  
তোমার  খোঁপায়
গুঁজে দিতে ইচ্ছে করে
একটা কাঠালীচাঁপা ফুল।