আমার শরীর জুড়ে দীর্ঘ চৈত্রি অবসাদ
আর মন জুড়ে
বিষন্ন গাঢ় আঁধারি রাত
কোথায় তোমার সেই ছাঁয়া হাত?
কোথায়?
আষাঢ়ী ভেজা বাতাস, বরফ শীতল স্পর্শ
আর দীর্ঘ জ্যোৎস্না রাত?
কোথায় হাসনাহেনার গন্ধ?
মধ্যরাতে হুতুম পেঁচা আর খ্যাক শিয়ালের ডাক!
পৃথিবী কাঁদছে
মেঘনা পাড়ে।
কলকল শব্দে জল গড়িয়ে যাচ্ছে- কর্দমাক্ত ভেজা,
নদী পাড়ের পথ।
আমার শরীর এখনো উষ্ণ!
মেঘনার বাষ্পায়িত জল জমেছে ঘাসে শিশির হয়ে
অপেক্ষায় পূব আকাশে উদিত রবির, জ্বলজ্বল করে জ্বলবে বলে
তাই আঁধার কেটে হতে চলেছে প্রভাত।
অথচ আমার গায়ে
এখনো লেগে আছে চৈত্রি অবসাদ।।