এর পর সমস্ত কিছু ফেলে
চলে যাবো
রেখে যাবো বিচ্ছেদে কিছু বিরহ।
যা তোমাকে তুষের ছাইয়ের মতো
তিলে তিলে পুড়াবে
আমি যেমন পুড়েছি শতাব্দীর
শুরু থেকে।
তুমিও তেমনই পুড়বে
আমার অবর্তমনে বিচ্ছেদ বিরহে।
তুমি হয়তো তখন
হাপিত্যেশ করবে,
কেন জড়িয়েছিলম অসমাপ্ত প্রণয় বন্ধনে।
প্রকম্পিত করবে তুমি আকাশ বাতাস
মনে হবে চৌচির হয়ে যাচ্ছে আসমান
তোমার চিৎকারে।
অথচ বধির থাকবে তখন -সময়
তোমাকে টেনে নিয়ে যাবে শতাব্দীর
শেষ প্রান্তে
তোমার বিরহ সৎকারে।