অনুভূতি-৩
সমর অর্জুন
অনুভূতি তুমি কখন নিয়েছো আমায়, তোমার করে!
খুঁজি আজ তোমায় বইয়ের পাতায়!প্রতি অক্ষরে অক্ষরে,
কতশত মানবের হিয়ায়, স্রষ্টার দরবারে!
ভালবাসা তবে বৈঠাহীন নৌকা?
যার সব প্রান্তে তীর, তরী ভীড়ায় তোমার তরে।
অনুভূতি তুমি অবুঝ বালকের বাঁশির সুরে!
তোমার নিঃশ্বাস, বিশ্বাস, হাসির নীড়ে...
মরে মরে আমি নিজেকে খুঁজে নিয়েছি তোমার ভীড়ে।।