রাস্তার শেষ প্রান্তে বসে থাকা ছেলেটি আমি
সারাটা জীবন হেটেছি,খুঁজেছি কোথায় তুমি অন্তর্যামী!
আলোর মহা আড়ালে হারিয়েছে যে সত্য
আমি অক্লান্ত হৃদয়ে হেটে হেটে কুড়িয়েছি সেই মনুষ্যত্ব।
পৃথিবীটা আমাদের তবে অল্পতেই হই কেন রক্তের মহামারিতে বন্য?
নিজেকে মেরে এই পৃথিবীতে কে হয়েছে ধন্য?
মানুষের চেয়ে আপন কিছু নেই,মানুষ মানুষের জন্য।
জীবনের রঙ রঙধনুর মতন
কখন হাসে কখন ভাসে দেখা যায় না সবসময় সে সঙ,
নিরাগ নীলিমায় মেঘের আভায় কখনো সে চিরন্তন।
সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে বুঝতে পারছিনা কেন এই মানব জীবন?
জীবনের সারমর্মে এই বুঝেছি মানুষের থেকে নেই কিছু আপন।
যাওয়া-আসা একা,উপসংহারে আমরা কেন বলি শূন্য হাতে ভ্রমি?
চলো সবাই মানুষ হই, ছুয়ে দেখি মানবের মনোভূমি।