কম্পাঙ্ক
সমর অর্জুন
সে দিনকার কথা!
যেদিন ভালোবাসার মহাউৎসবে আমি ছিলাম তুচ্ছ,
পৃথিবীর বুকে মহা পূণ্যে সেদিন তুমি ছিলে স্বচ্ছ।
হাজার বছরের রক্ষিত প্রীতিডোর ভেদ করে নিয়ে গেলে ভালোবাসাকে এক উচ্চশিখরে,
আমি জানতাম পৃথিবী একদিন বলবে তোমার মত প্রেমিক জন্মাক ঘরে ঘরে।
লাল নীল শাড়ি আমাকে লাগছিল অপূর্ব সুন্দরী!
হাতে রাঙ্গা মেহেদী নিঃশ্বাসে যৌবনের তীব্র ঘ্রাণ,
ভাবিনি এই নেশা বিসর্জন দিয়ে গাইতে পারবে নবজীবনের গান।
তুমি পেরেছ নব বাসর ভেঙে বঙ্গে স্বাধীনতার আসর জমাতে,
এটা বুঝি নি তোমার জন্য বঙ্গ ললনা সালাম জানাবে আমাকে!
তুমি পেরেছ, তোমার জন্য গর্বিত আজ বঙ্গ
প্রতি ডিসেম্বরেই তোমার প্রেমে হৃদয়ে, অঙ্গে অঙ্গে হয় কম্পাঙ্ক।