হে স্রষ্টা!
আজ হারিয়ে গেছে আপন ভাষা
তুমার উদ্দেশে, কিছু না বলে অনেক কিছু চাওয়া।
শোনো আজ এই মানবের প্রাণের স্পন্দন
যেখানে বাজিছে লক্ষ গরীবের ক্রন্দন,
দয়া করো হে করুণাময়, চিন্তিত আজ ডাল ভাতের জীবন।
আমি এক অসুখী কবি
কলমের কালি রক্তাক্ত! ক্ষুধার্ত খাতায় কি লিখি?
জীবনটা আমাদের অথচ ওদের কাছে করছি ভাগ্য বিক্রি।
শুনেছি কষ্টের পর না কি আসে সুখ
অথচ শেষ হয় না আমাদের অকথন দুর্ভোগ।
জানি গরীবের ঘরে জন্ম নেওয়া নয় কোনো পাপ
তবুও এই সমাজ দৃশ্যহীন আঙুল উঁচিয়ে বলে তা অভিশাপ,
ঘোষ ধোঁকাবাজি যাদের পোশাক, তারাই সমাজে লাকসাব!
আর কিছু নাই পারি সততায় ওদের চেয়ে এগিয়ে হাজার ধাপ।
আজও শুষ্ক শরীর থেকে ওরা শুষছে রক্ত
শুনো তবে এবার আমাদের হিয়ার শব্দশ্রাব্য,
গ্রহণ করো লক্ষ গরীবের এই শেষ কাব্য।