এখন প্রভাত!
তিমির ভেদ করে জেগে ওঠো,
দেখবে অসহায় অলসতার অশ্রুপাত।
এখানে কিছুই সাজানো-গোছানো নয়
পা ফেলে দেখ ধরার বুকে,
ঊষর ভূমি পা টেনে ধরে অজানা অসুখে।
জানি বাস্তবতা করুণ! এখানে আঘাত প্রতিঘাত
একবার দেখো রক্তাক্ত হয়ে পাবে মুক্তির স্বাদ!
তুমি উঠে দাঁড়াও দেখবে শূন্য হতে সম্ভাবনার প্রতিভাত।
তুমি এখানে হারতে আসেনি, না কাউকে হারাতে!
আপন বা পর বলতে এখানে কিছুই নেই,
তুমি আমি সকল একই ছায়া, সবাইকে নিয়ে এগোও একসাথে।
বিতত হোক তোমার জ্ঞানের প্রান্ত
পূর্ণ করে সকলের চিত্ত,
ছড়াও তোমার আলোক হিল্লোল, উদ্ভাসিত হোক নব দিগন্ত।
তোমার নিশিত অস্ত্রের পরশে পৃথিবীকে করো নন্দ্য
তুমিই আমাদের পৃথিবী! ঘুচাও সকল মন্দ।