মুড়ি আলুরদম রেডি আছে তো? প্যাকেট করা হয়ে গেছে?
না হয়ে থাকলে আরো বেশি লোক লাগাও।
সব কটা ক্যাম্প বসেছে কিনা খবর নাও?
টিফিন সব ক্যাম্পে পৌঁছানো চাই সময় মতো।
দেখো, কেউ যেন ফাঁক না যায়।
সবাইকে ডেকে ডেকে টিফিন দাও,
কালো ফর্সা দেখার দরকার নেই।
না নিতে চাইলে জোর করে দাও।
আজ জনগণকে খুশি করা আমাদের পবিত্র কর্তব্য।
মুড়ি আলুতে যে সন্তুষ্ট নয় তাকে চিরকুট
দিয়ে কালুর দোকানে পাঠিয়ে দিও,
ওখানে স্পেশাল লোকের জন্য
স্পেশাল টিফিনের ব্যবস্থা আছে,
কেউ বিরিয়ানির কথা বললে, রেগে যেওনা যেন,
সবিনয়ে বলো রেজাল্টের পর নিশ্চই হবে,
কচিকাঁচাদের জন্য কিছু লজেন্স রেখো ক্যাম্পে,
খরচ একটু বেশি হয় হোক, মার্জিন বাড়াতে হবে,
উপর থেকে অর্ডার আছে।
যে টিফিন নিতে একান্তই রাজি নয়, তার
নাম নোট করতে ভুলোনা যেন,
কাউন্টিংয়ে কাজে লাগবে।
এবারে গরম একটু বেশিই পড়েছে,
সব ক্যাম্পে ঠান্ডা জলের আয়োজন কর।
ইচ্ছে হলে ফড়িঙ'এর আইসক্রিম গাড়িটা
বুক করে দাও, গোটা গ্রামে ঘুরুক ও,
ফ্রীতে আইসক্রিম দিক্ সবাইকে।
এতে পাবলিকের মাথা ঠান্ডা থাকবে।
দেখো, আইসক্রিমের রং যেন ঠিকঠাক হয়।
আজ সবার আশীর্বাদ খুবই প্রয়োজন,
দেখো, কেউ যেন রুষ্ট না হয়,
যারা নতুন তাদেরকে বুঝিয়ে দাও
কিভাবে আশীর্বাদ করতে হয়।
চোখ কান খোলা রেখো,
টিফিন নেওয়ার পরও ক্যাম্পের সামনে
কেউ ঘুরঘুর করছে কিনা দেখো,
ওদের দাবি মন দিয়ে শোনো,
আশ্বাস দাও যথাসম্ভব, পুরুষ বন্ধু হলে,
ঘনা'দার বাগানবাড়িতে পাঠিয়ে দাও,
ওখানে মদ মাংসর ব্যবস্থা আছে।
মনে রেখো, ঘনা'দার বাড়ি, ধনা'দার নয়,
ধনা'দা আমাদের লোক নয়।
সব জানাজানি হয়ে যাবে তাহলে।