কতদিন দেখিনা তোমায়
ভীষণ দেখতে ইচ্ছা করে,
দু'বছর- চারবছর-
নাকি তারও বেশি- এক যুগ
শেষ কবে দেখেছি ঠিক মনে নেই
তবে তোমার চলে যাওয়াগুলো
মনে আছে ঠিকই

লাস্ট ট্রেন চলে গেলে ফাঁকা স্টেশন যেমন ধূ ধূ করে
আমার বুকের ভিতরটাও তেমন হত
তুমি চলে গেলে,
তোমায় তুলে নিয়ে ট্রেকারটা যখন
ছুটে চলে যেত
আমি তখন চৌরাস্তার স্ট্রিট লাইট'টার মত
ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতাম

কতদিন দেখিনা তোমায়,
ভীষণ দেখতে ইচ্ছা করে
যদিও তোমার মুখের ছবি মনে পড়েনা আর, তবুও-

কতদিন আসোনি তুমি ওই চৌরাস্তায়,
যদি আসো কখনো, দেখবে-
স্ট্রিট লাইটটা আজও আছে
শুধু আলোটা ঘোলাটে হয়ে গেছে।