প্রিয় মানুষটা যখন আর
প্রিয় থাকতে না চায়
মুক্তি চায়, ছেড়ে যেতে চায়
কি করবে তুমি? ভেঙে পরবে কান্নায়?
অমন করো না। বরং হাসিমুখে বিদায় জানাও।
তাকে বলো, সে যেন নিঃসংকোচে যায়, ইতস্ততঃ না করে,
তুমি ঠিক একা থাকতে পারবে
না পারলে শিখে নেবে,
চিন্তার কোন কারণ নেই।
ইচ্ছে হলে তাকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসতে পারো,
যেতে যেতে স্বাভাবিক কথাবার্তা বলো
যেমন আগে বলতে
এমন ভাব করো যেন কিছুই হয়নি
চোখ ছলছল করলেও তাকে বুঝতে দিওনা,
বরং শুভকামনা জানাও- সে যেন সুখে থাকে।
ফেরার সময় শুধু বলে এসো -
তোমার কথা মনে করে তার যদি কখনো কষ্ট হয়,
খুব কাঁদতে ইচ্ছা করে,
তাহলে, সে যেন একা একা না কাঁদে।
যেন সে ফিরে আসে
দু'জনে একসঙ্গে কাঁদবে তখন।