কি হবে যদি
আমি তোমার কথা আর না ভাবি ?

কি ই বা হবে যদি
তুমিও আমায় ভুলে যাও?

পোড়া মন কবে যে শান্ত হবে!