তুমি তো জানো, গল্প বলায় আমার জুড়ি মেলা ভার
পার্কে বসে রোজ বিকালে তোমাকে
কত গল্প যে শুনিয়েছি, মনে আছে?
যেমন -
দীপার মায়ের গরুটার বাচ্ছা হওয়ার গল্পটা
ধবধবে সাদা বাছুর চাঁদ কপালে
কিংবা
শেরু নামের কুকুরটার সাতটা ছানা হওয়ার গল্প, মনে আছে?
আর তৃষাদের টিয়াপাখি উড়ে যাওয়ার গল্পটা -
তৃষার বোন হওয়ার কদিন পরেই পাখিটা
খাঁচা থেকে পালালো গেট খুলে, মনে আছে?
এমনি কত আবোল তাবোল গল্প বলেছি তোমায়, মনে আছে?

কতদিন হল আমরা পাশাপাশি বসি নাই
কত গল্প জমে আছে আমার কাছে
তুমি শুনবে তো?
তাহলে গল্প বলার অছিলায়
আরো কিছুটা সময় তোমার কাছে থাকা যাবে,
আরো কিছুটা সময় তোমায় পাশে পাওয়া যাবে।