মূল কবিতা: Remember
কবি: Christina Rossetti
অনুবাদ: সোমনাথ পাত্র
মনে রেখো যখন আমি চলে যাব দূরে
বহুদূরে কোনো নীরব ভূমে
যখন তুমি আমাকে আর ধরে রাখতে পারবে না
আর আমিও যেতে যেতে ফিরে তাকাতে পারবো না।
মনে রেখো যখন আমাদের প্রাত্যহিক ভবিষ্যৎ আলোচনা বন্ধ হবে যা তুমি ভেবেছিলে,
তবু মনে রেখো যদি যুক্তি-পরামর্শ বা অনুনয়
করার সুযোগ আর নাও পাও।
যদি মুহূর্তের জন্য আমাকে ভুলে যাও আর পরক্ষণেই মনে পড়ে, শোক করো না,
যদি অন্ধকারে বিলীন হই
আর একরাশ স্মৃতি ফেলে যাই
সেসব মনে রেখে কষ্ট পেয়ো না
বরং ভূলে যাও আর হাসতে থাকো।