আজ দোলপূর্ণিমা
চারদিকে শুধু রঙের মেলা
লাল, নীল, সবুজ, গোলাপি, সোনালী
আরও কত কি
আজকের দিনে কেউ কি পিকনিক করে?
জানি না,
তবে আমরা করলাম বন্ধুরা মিলে
রথ দেখাও হলো, কলা বেচাও হলো
মাংস, রঙ আর রঙিন জলের স্রোতে
দিনটা বেশ ভালোই কাটলো
সবাই সবাইকে রঙ মাখালাম,
কেউ মাখালো গোলাপি তো কেউ লাল
আমার কাছে ছিল বাঁদুড়ে সবুজ
ওটা কেউ মাখতে চায়না, আমি ওটাই
মাখালাম সবাইকে জোর করে
রঙে রঙে সবাই রঙিন হয়ে গেলাম।
কি আশ্চর্য!
এত রঙ মেখেও নিজের মুখটা কেমন
ফ্যাকাসে লাগছিল,
সে কি তুমি কাছে নেই বলে?