আচ্ছা, আপনি যাকে ভালোবাসতেন
তাকে কখনো ব্লক করেছেন ফেসবুকে?
করে দেখেছেন তারপর কি হয়?
আপনি ভাবলেন আপদ গেছে,
সে আর বিরক্ত করে না ম্যাসেজ করে
আপন থেকে পর করে দেওয়া গেছে
এক বাটনে,
তারপর ম্যাসেজ না পেয়ে আপনিই
বিরক্ত হলেন
শেষে তাকে আনব্লক করে অপেক্ষা করতে লাগলেন
না, সে আর ম্যাসেজ দিল না
আপনি এবার ততোধিক রেগে গিয়ে
আবার ব্লক করে দিলেন, তাই তো?
আচ্ছা, আপনি কখনো ভেবে দেখেছেন -
ফেসবুকের কি উচিত নয় এই ব্লক
আনব্লক নিয়ে নোটিফিকেশন দেওয়া?
তাহলে কত প্রেম বেঁচে যেত....
যাই হোক, তারপর কি হল বলুন তো
তাকে ছাড়া আপনি কতদিন আর থাকতে পারলেন?
সত্যিই কি তাকে ভুলে থাকতে পারলেন?
পারলেন না তো?
জানেন তো বিবাহবিচ্ছেদের পর ঠিক এটাই হয়
কেউ কাউকে ভুলে থাকতে পারে না,
ভুলে থাকা সহজ নয়, দূরে থাকা সহজ নয়
শেষে আপনি কি করলেন -
যতরকম ভাবে সম্ভব যোগাযোগের চেষ্টা করলেন
হ্যাঁ হ্যাঁ, তাই করুন
চিঠি লিখুন, ফোন করুন, মুখোমুখি সাক্ষাৎ করুন
প্রেম ফিরে আসা চাই
ভালোবাসা ফিরে আসা চাই....
তুমি কবে আনব্লক করবে আমায়?
কবে ফিরে আসবে?