যে নিজে থেকে হারিয়ে যায়
যে লুকিয়ে থাকতে চায়
তাকে খুঁজে পাওয়া
অত সহজে নয়

হাজার চেষ্টা করেও
আমি ব্যর্থ তাই
একই শহরে থাকি ....তবুও

বহুবছর পর স্টেশন রোডে
তোমার সাথে আজ হটাৎ দেখা,
আমাকে দেখে
কয়েক সেকেন্ড থমকে দাঁড়ালে, তারপর
আবার হাঁটা শুরু করলে,
যেন কিছুই ঘটেনি!
হয়তো কিছুই ঘটেনি, নিতান্তই
সাদামাটা একটা ঘটনা মাত্র।
কিন্তু এই সাদামাটা ঘটনাটাই
আজ আমায় ডাইরি লিখতে বাধ্য করলো।