ভোট এলে জেগে ওঠে প্রার্থী হাসি
টাকা লুটে এরাই বলেছিল মা-মাসী।

প্রচুর খিস্তি দিয়েছিলাম সাধারণ প্রাণী
এখন চুপ করে ভোট দেবে সাধারণই।

কাঁদব না হাসব, লুটে পুটে খাচ্ছে যারা
এখন বলছে টাকা দেবে, লাইনে দাঁড়া।

এই তো দিনকাল, লোভ লালসার যুগ
ভোট ও কেন্দ্রীয় বাহিনী আসলে হুজুগ।

হাজার কোটি আমার আপনার ব্যয় করে
ভোটে জিতে এসি ঘরে যাবে ওরা সরে।

ভোট এলে প্রতিশ্রুতির বন্যা আর দুর্নীতি
তবু ঘাম ভিজিয়ে ভোট দেব লাইন জ্যামিতি।

সাধারণ শুধু স্বপ্ন দ্যাখে লাইনে দাঁড়িয়ে ভিক্ষা
প্রতিবার ঠোকে গিয়েও পায় না যে শিক্ষা!